Tuesday, April 12, 2016

অবেলার রূপকথা




     
দালান জুড়ে চড়ুইপাখি রোদ
ঘাসফুল বিকেল
জলসই সখিরা অবেলার স্নানশেষে
 গৃহাভিমুখী
ফিরে গেছে নিজস্ব ডাঙায়
ডানায় মেখে নিয়ে  তিতির গন্ধ
ভেজা অলক প্রান্ত হতে টুপটাপ  
ঝরে পড়ে বিন্দু সুখ বিন্দু দুখ
এঁকে যায় প্রহর ও পথদাগ
প্রাচীন লিপিকথায়।
অন্তহীন কারুকাহিনীময়
শিল্পিত ইতিহাস
বিনম্র তথ্যতত্বে
বলেছিল যে অগণিত যাতায়াত
গোপন সুড়ঙ্গে  সুরম্য রথে ও পথে
সেইসব শেষে
এখন দালান জুড়ে
শুধুই চড়ুইপাখি রোদ
ঘাসফুল বিকেল
অবেলার রূপকথা আর নিমগ্ন বেঁচে থাকা

No comments:

Post a Comment