Monday, August 31, 2015

মুখোশ




মুখোশটা খুলে নিতে পারলেই
একটা নতুন সভ্যতার
কথা লেখা যায়
নির্মোকের ভেতরে বাইরে
বিপরীত রঙ
দু রকম ছবি আঁকে
ছবি বদলায় না
শুধু নতুন রঙের প্রলেপ
বিবর্ণ চিত্রকল্পে
ভরে দেয় অপরিমিত ফাঁকি
নীতিমালার ছিদ্রসুখে।
মুখোশ ক্রমশঃ বড় হয়
মুখ থেকে বুকে
ঢেকে ফেলে অবয়ব
জনান্তিকে ।

মুখোশটা ছিঁড়ে দিতে পারলেই
একটা সত্যি গান গাওয়া যায়
একটা রীতিমত সত্যি কবিতার
কথাও ভাবা যায়
মুখোশটা খুলে দিতে পারলে।

Sunday, August 9, 2015

শ্রাবণধারা




এই আষাঢ়ে শ্রাবণে
যত মেঘ ঝরে মনের গহনে
তত ঝরে না তো গগনে...
এখন অনেক বৃষ্টি চাই
ধারাসার অবিরত
যাতে ভিজে যায়
বারুদের স্তূপ
লুকোনো বোমা যত
দিগাঙ্গনে শাওনের অভিসার
আবছায়া আঁকে  সীমান্ত- কাঁটাতার
অস্ত্রভাঁড়ারে অশেষ  ঘুমের ঘোর
সৈনিক হাতে  মেঘদূত কথা
প্লাবনে লেখে শ্রাবণের গাথা
মনোহারী চিতচোর ।
বৃষ্টি আসুক বৃষ্টি পড়ুক
শাল তাল  আর ফসলখামারে
জরি ফুল বোনা সবুজ চাদরে
ফুটুক কিষাণী সুখ ।
 এই মন-উচাটন শ্রাবণে
যত দেয়া ঝরে সজল নয়নে
তত ঝরে না তো গগনে...।