Monday, August 31, 2015

মুখোশ




মুখোশটা খুলে নিতে পারলেই
একটা নতুন সভ্যতার
কথা লেখা যায়
নির্মোকের ভেতরে বাইরে
বিপরীত রঙ
দু রকম ছবি আঁকে
ছবি বদলায় না
শুধু নতুন রঙের প্রলেপ
বিবর্ণ চিত্রকল্পে
ভরে দেয় অপরিমিত ফাঁকি
নীতিমালার ছিদ্রসুখে।
মুখোশ ক্রমশঃ বড় হয়
মুখ থেকে বুকে
ঢেকে ফেলে অবয়ব
জনান্তিকে ।

মুখোশটা ছিঁড়ে দিতে পারলেই
একটা সত্যি গান গাওয়া যায়
একটা রীতিমত সত্যি কবিতার
কথাও ভাবা যায়
মুখোশটা খুলে দিতে পারলে।

No comments:

Post a Comment