Tuesday, July 21, 2015

আটপৌরে

আমার তেল-হলুদ সংসারের
কিছু খুঁটিনাটি
মেলে দিয়েছি উঠোনে,দাওয়ায়
মেঘলা আকাশ চিরে
কিছু রোদ ঝরুক
সোনালি রূপালি
ধুলোবালি জীবন
একটু উষ্ণতায় বাঁচুক
এটুকুই তো চাওয়া

খুব বেশি কি?

জিজীবিষা

শরবিদ্ধ ভীষ্মের মত
শুয়ে আছে ক্ষতবহা সময়
স্বেছামৃত্যুর অপেক্ষায়
মরণও কি হতে পারে বরদান!
কতটুকু থাকে ফাঁক
বেঁচে থাকা অথবা মরে যাওয়ায়!
ধৃত যার হাতে রাষ্ট্রের লাগাম
সেই তো জন্মান্ধ!
বিবমিষার রতিক্রিয়ায়
কিলবিল কুরুপাপ
উন্মুখ করে ক্ষতমুখ
শোণিতধারায়
অস্তাচল সূর্যরেখা
আঁকে ইচ্ছামরণের
ত্বরান্বিত দিনকাল
তবুও আদিম জিজীবিষায়
দীর্ঘায়িত হয় বেঁচে থাকা
ঘৃণায় ...যন্ত্রণায়।।

স্বদেশ

স্বদেশের জন্য কোন
কবিতা লেখা হল না
আসলে লিখতে পারিনা
বহু চেষ্টার পরও
স্বদেশের মানচিত্র
অস্পষ্ট হয়ে থেকে যায়
ধরাছোঁয়ার বাইরে৷
স্বভূমের ঠিকানায়
জল মাটি বিনা
শুধু শুকনো কাগজের টুকরো
হাওয়ায় ওড়ে
ওই খন্ডিত চিহ্নসকল
সেই নাকি আমার স্বদেশ
সেই নাকি আমার স্বভূম
আমার আজন্মের লালন
আমার আমৃত্যু যাপন
কে জানে------

আমি এখন লুইতের
জল ছুঁয়ে বসব
সপ্তসিন্ধুর কলতান শুনব
স্রোতের বহে যাওয়ায়।
লালন গীতিকথায়
ও হাসন রাজার সুরে
আঁকবো নিজআশ
মনের মতো স্বদেশ ও সহবাস