Tuesday, July 21, 2015

জিজীবিষা

শরবিদ্ধ ভীষ্মের মত
শুয়ে আছে ক্ষতবহা সময়
স্বেছামৃত্যুর অপেক্ষায়
মরণও কি হতে পারে বরদান!
কতটুকু থাকে ফাঁক
বেঁচে থাকা অথবা মরে যাওয়ায়!
ধৃত যার হাতে রাষ্ট্রের লাগাম
সেই তো জন্মান্ধ!
বিবমিষার রতিক্রিয়ায়
কিলবিল কুরুপাপ
উন্মুখ করে ক্ষতমুখ
শোণিতধারায়
অস্তাচল সূর্যরেখা
আঁকে ইচ্ছামরণের
ত্বরান্বিত দিনকাল
তবুও আদিম জিজীবিষায়
দীর্ঘায়িত হয় বেঁচে থাকা
ঘৃণায় ...যন্ত্রণায়।।

No comments:

Post a Comment