Wednesday, January 27, 2016

অনৃত – অলীক



সূচিমুখ ক্ষত যত
জোনাক যন্ত্রণায়
জেগে থাকে অস্তিত্বে, আবহে
বলে যায়, বেঁচে আছি,
বেঁচে আছে জীবন
জীবন তো জেগেছে  সারারাত
শুনেছে বৃষ্টিপাত
সারারাত ধরে
ঝুরো মাটি নরম হয়েছে আরও
আগামী ফসলের ভাবে
তবু কিছু খরাদাগ
প্রশ্নচিহ্ণময়
রয়ে যায়-সকাতর উদ্বেগে
আলপথে শুয়ে থাকে
আলতো কুসুমবেলা
গোধুলির মায়াখেলা
ধরে রাখে সব বৃন্তচ্যুত আকাল ও অবেলা।
এক
দুই
তিন
পদছাপে
আকাঙ্ক্ষা লেখা হয়
অনৃত – অলীকে।