Tuesday, April 12, 2016

সুলগ্না



লগ্ন যে বয়ে যায়
সুলগ্না, কবে আসবে তুমি?
কাশফুল আঁচল
অনায়াস উদার মায়ায় উড়ে  উড়ে
ঢেকে দেবে  সমস্ত রৌদ্রক্লান্ত দ্বিপ্রহরকাল
পাহাড়ের  ঢালে  গড়িয়ে নামবে
যাযাবরী সন্ধ্যা ও যাম  
সংসারী পাথরদের একপাশে  রেখে
রাতের আঁধারে  জ্বেলে দেবে
মনোহারী আলো ও আশ্বাস  
মাটি বা তৃণের কাছে
আমার তো আর নেই কোন দায়
পাখিরা বলেছে শিখে নেবে প্রত্যাগমন
সবুজ ফসল বুঝে নেবে সোনালির পূর্ণ গান
পথকোলাহলে
শোনা যাবে শিশুদের মায়াকলতান
আমি এই ধুলোমাটি জীবনের
মুছে নিয়ে মুখ
আঁচলে তোমার খুঁজে নেব 
এক দীর্ঘ নির্জন ঘুম।

No comments:

Post a Comment