Tuesday, April 12, 2016

রোজনামচা



যেমন খুশি এঁকে ফেলো এক ছবি
ভরে দিও তাতে ভোরের নরম রঙ
কথা সব যত বলতে পারনি আজও
এখনি তবে বলে ফেলো সত্বর

রোজনামচার ছোট ছোট ফাঁক জুড়ে
জমেছে অনেক বিপজ্জনক ধুলো
ভেজা হাতে তা আলতো মুছিয়ে নিয়ে
বিছিয়ে দিও আদর-কোমল তুলোট

মেঠোপথে আজ যেতেই পারি নেমে
খুঁ জে দাও যদি একটুকু অবসর
কথা দিতে হবে পাশে যাবে পায়ে পায়ে
বিকেল গড়ানো সন্ধ্যায় দেবে মন

আধফোটা কলি যে অস্ফুট গান গায়
সুরে তার গেঁথো মন-কেমনের মালা
খেলাঘর জুড়ে অমনোযোগী বাতাস
পথ শেষ ---তবু রয়ে যায় পথচলা

No comments:

Post a Comment