Tuesday, April 12, 2016

কুয়াশাদুপুর




                            
সব কুয়াশা আখর এখন থাক
রোদ লেখো , রোদ
আকাশে মাটিতে জলকণায় ,
দু এক ফোঁটা
ধূসর পান্ডুলিপির প্রতি পাতায়।
সমস্ত মরশুমি ফুল
কারুময় বাগিচা ছেড়ে
উঠে আসুক সহজ দাওয়ায়
দাওয়া থেকে কপালে তোমার...আঁচলে
নিস্তব্ধ কুঠুরি যত খুলে দাও
সশব্দ প্রত্যাঘাতে ।
সব চোখ হয় নাতো
পাখির নীড়ের মত...সব চোখ
খড়কুটো বিচালির নিশ্চিত আশ্রয়
কিছু কিছু আসমানি নীল
ধরে রাখে আশান্ত নদী ঢেউ
উড়ে যাও ,অথবা ডুবুরি গহনে
ঝিনুক শব্দ খুঁজে খুঁজে
হেঁটে যাই বালুতটে
কুয়াশাদুপুরে
একা...বা বহুজনে।

No comments:

Post a Comment