Tuesday, April 12, 2016

মাধুকরী



মৃত সম্পর্কের মত ভারী
চৈত্রের ধূলিবায়
আচ্ছন্ন করেছিল দীর্ঘ রাজপথ।
দংশিত স্তনবৃন্তের মত
কীটাহত কুসুম সব
লিখেছিল বসন্ত প্রলাপ
নিস্ফল বিরাগব্যথায় ,
চন্দ্রকলা স্থির ছিল দৃঢ় প্রতিজ্ঞায়
ক্রমাগত আত্মলোপের ।
স্তিমিত নক্ষত্রের আলোয়
মোহমুক্তি অপেক্ষায়
একাকী পথ হেঁটেছিল
যে ম্রিয়মান  ভিক্ষুপ্রাণ
মাধুকরী পাত্র হাতে ,
অনন্ত পরিভ্রমণের পরও
শূন্যই  থেকে গেল
পূর্ণের আকাঙ্খা তাঁর
 প্রেত পৃথিবীর অসমাপ্ত বিলাপে 

No comments:

Post a Comment