Thursday, August 9, 2018

বিষাদ-গুচ্ছ



                  
        (১)
পানপাতা মুখের পাশে
ছোট্ট তিল
সকল বিষাদ কথা
লেখা আছে সেখানেই।
(২)
তোমার বিষাদ – শ্বেত আঁচলে
কতবার মুছে নিয়েছি
মন খারাপের মুখ
আজ অবাধ্য হব
ফোটাব মরশুমী ফুল।
    (৩)
গরম ভাতে মেখে নিচ্ছ
একমুঠো বিষাদ
মরা জ্যোৎস্নায় ঝুলে আছে
ক্ষয়াটে ফালি চাঁদ,
আজ একাদশী রাত।
       (৪)
শুচি শয্যায় ছেয়ে থাকে
একাকীত্বের বিষাদ
রাত ঘন হলে
দুখিলি পান খেয়ো মেয়ে
প্রতিবিম্বে রক্তরাগ
একার সঙ্গে একার সোহাগ

No comments:

Post a Comment