Thursday, August 9, 2018

প্রস্থান



যেতে বল যদি চলে যাবো
 শুধু একমুঠো মাটি, বসতবাটির
বেঁধে নেবো আঁচলের কোলে
দুএকখানি নুড়ি ও পাথর
জীবন যেখানে লেখে রঙিন আখর
অকিঞ্চিৎকর, নেবো সাথে৷
গৃহস্থ নদীটির পারে
 রেখে যাব অর্থহীন অর্জন সব ৷
কাঠামো পূজার পরে বিসর্জন স্তব  
যাবো এঁকে, পত্রপুষ্পভারে৷
জলপাখিদের স্বরে
 ভরে দিয়ে যাব সেই গান
একদিন যা শুনেছিল প্রাণ, পরিতোষে।
 তারপর, সাদামাটা হেঁটে যাওয়া  
দূর থেকে দূরে
এ প্রান্তের মাটি চিহ্নে
 বসত গড়ার খেলা, অন্যপ্রান্তরে৷

No comments:

Post a Comment