Thursday, August 9, 2018

নটী


সব অন্ধকার মুছে দিয়ে
তুমি চলে যাচ্ছ অন্য গোলকে
তোমার লুটিয়ে  পড়া রোদ-চাদরে
আশিরপদনখ আবৃত করে
আমি আলো হয়ে জ্বলি
অনুরোধের আসরে, বৈঠকি জলসায়।
জোনাকি সখীদের ভুলেছি স্বেচ্ছায়
সিন্দুকে জীর্ণবাস  অবসর কাটায়
কীটদংশনে
অযতনের ঘুঙুর দানাদুটি
পড়ে থাকে হৃদয়ের কাছে
কিশোরী যা বেঁধেছিল একদিন
মরমিয়া হাঁসটির পায়ে, ভালোবেসে।
সময়ে বহতা সব
নকশি আখর রেখে রোদ –জল-হাওয়ায়
সব ভেসে যায়।
ত্বক কুঞ্চনে আজ আগুন আভাস
এক মুঠো জল দাও, জীবন জুড়াক
ত্রাণমন্ত্রপাঠ দহন প্রলাপ
“স বাহ্যাভ্যন্তরঃ শুচিঃ” পরিযায়ী প্রাণ।

No comments:

Post a Comment