Thursday, August 9, 2018

মধ্যবিত্ত


ছিটেবেড়ার দেওয়াল পেরিয়ে
সন্ধ্যা ঢুকে যায় যখন তখন
চৌখুপি ঘরে
চৌকিতে জড়সড় শৈশব
রুটি সেঁকা দেখতে দেখতে
শিখে নেয় বর্ণ পরিচয়।
নামতার সুরে মেশে শঙ্খের আকুতি
অতীত আলাপে বিম খেয়ে কেঁপে ঠে 
বৃদ্ধার পানসুপারি ঠোঁট । 

সকাল হলেই
খোলা চাতালে  ওড়ে খুশমেজাজ রোদ  
লাউমাচায় দোল খায় পড়শি পাখি
ষ্টিকুটুম  গান গেয়ে মিতালি পাতায়
গৃহস্থের খোকার সাথে

নবান্নের দিনে
নতমুখী চোখে ভাসে ব্রতকথার  সুর   
দুধে ভাতে রেখো মাগো  আমার সন্তানে   

No comments:

Post a Comment