Tuesday, June 2, 2020

জননী


সব জননী- প্রস্তাব
রেখে যাচ্ছ সন্তানের কাছে
মুছে নিয়েছ যাপনের লালপাড়, ফুলকারি কাজ
এখন, এই অবেলায় শুধুই শুভ্রসাজ
জড়াও শরীরে


পাখিরা ফিরেছে একে একে
কূটকচালি সেরে
একান্নের ভোগ আজ কতদিন পরে
বেড়ে দেবে ইচ্ছাপত্রে, স্বহাতে৷
অথচ তোমার সিঁথি
মেখে নেয় নিরালা দুপুর কোনও
যেভাবে সবুজ মাঠে
তৃণহীন পথ জাগে পদছাপে,
ধুলোময় একা অন্তরালে৷
ধূসর আতসকাঁচে
অতীত দেখ বারে বারে, মহীরুহ রূপে
শিকড়ের ঝুরোমাটি অতীতময়
হেমন্ত বৈরাগ মেখে নেয়, সব স্বীকৃতি ভুলে।.


পাখিরা আবার যাবে ফিরে
ফসলের ঘ্রাণে
নাভিগ্রন্থিতে বেঁধে পরশসুখ
একলা জ্বালাবে প্রদীপ গর্ভথানে।

No comments:

Post a Comment