Tuesday, June 2, 2020

তথাগত


লুম্বিনী বনের চাঁদ এখন সন্দেহপ্রবণ
কোথা হতে এসেছ, তথাগত
কত দূর কত পথ যাবে আর?
ভূর্জপত্রিকা, তাম্রপত্রলিপি
শিলালিখনের সমূহ সাতকাহন
রেখেছো যতনে?
জ্যোৎস্নার বানে যায় নি তো ভেসে
ভিক্ষান্ন, মাধুকরী চাল
নিদারুণ ক্ষুধা, ক্ষুধানিবারণ?
সব থাক পড়ে, যেখানে যেমন।
 দেখো,বনবৃক্ষ যত দাঁড়িয়েছে  একসাথে
অক্লান্ত শপথে
যতদূর পৌঁছায় শাখা
সে আকাশ তার
সে মাটি তার, যতখানি ঢাকে তার মায়াময় ছায়া।
প্রশ্নহীন সুসিদ্ধ অধিকার।
তথাগত, তবে যাও ফিরে
আন্দোলিত অরণ্যের ভিড়ে
শিখে নিও প্রার্থিত প্রাকৃত গান
জন্মমাটির নাম সন্দেহাতীত, সপ্রমাণ।

No comments:

Post a Comment