Wednesday, May 27, 2015

আখরখেলা



আখরখেলায়
শব্দ কেটে বৃত্ত বানাই
একলাবেলায়।
মত্ত মায়ায়
জটিল যত কল্প ভাঙি
সহজ কথায়।
নিদাঘ দহন
তটভূমির জলের রেখায়
আকুল ক্ষরণ
ঝরিয়ে যায়
 উৎস হতে মোহানাতে
অবাক ধারায়
তবুও যাপন
বিজন জীবন অজানিতে
এমনি কখন
উদাস গাথায়
আবছায়া চাঁদ কাব্য ছড়ায়
হৃদয় কোষে
লগ্ন শেষে
লুপ্ত রাতের সুপ্তিসুখের  
মর্মদেশে
নির্নিমেষে
একলা খাতায় ভরে ওঠা
খড়বিচালি
ভেঙে দিয়ে আবার সাজাই
পরাণডালি।

No comments:

Post a Comment