Monday, May 11, 2015

বসন্তরাগ



আমার প্রতিটি বসন্ত
আমি তোমাকে দিলাম
সেইসব বসন্ত
যা ফুল না ফুটিয়েও আসে
নুড়িপথ ধরে
উপল সমারোহে
বালিয়াড়ি অসুখ সারিয়ে
অসহ্য সুখ আনে চোরাস্রোতে,
জ্যোৎস্না স্নান সেরে
সোনা রুপো  গুঁড়ো হয়ে
ঝরে পড়ে বিরল শস্যখেতে
দ্বিধাহীন বোনে স্বপ্নবীজ
হৃদয় পুড়িয়ে তবু হৃদয় সজীব।
সেইসব বসন্ত
 যা অকাল ও অনাদৃত
তোমাকে দিলাম-
নিঃশর্ত নিষ্ঠায়
তবু অবাধ্য ঈর্ষায়
শুধু তোমাকেই দিলাম

1 comment:

  1. অবাধ্য ঈর্ষা।
    অনেকবার যেনো এর সম্মুখীন হয়েছি। খুব ভালো লাগলো

    ReplyDelete