Friday, October 9, 2015

স্মৃতিকথা




সেদিন রাতে,
নক্ষত্রেরা অনেক অনেক আলো
ঝরিয়ে ক্লান্ত হয়েছিল।
বয়স্ক চাঁদ
আরও কত পরিক্রমা
বাকি আছে ভেবে
নিতান্ত উদাস আলসে  
আনমনা ভেসেছিল  
 মাঝ – আকাশে একাই।
আমার অতন্দ্র তানপুরায়
তোমার স্পর্শ সুখ
বিস্মৃতির প্রলেপ মাখা
ফেলে আসা যুগ
ও যুগান্তরের কথা
ছড়িয়েছিল আভাসে ।
ইঙ্গিতে বলেছিল ,
 কিছু কিছু ভালোবাসা
বেঁচে থাকে একাই
একান্ত যাপনে,
মরে  যায়, প্রিয়সমাগমে...  
         

No comments:

Post a Comment