Thursday, June 11, 2015

রমণীয়



কত দুঃখ জমা হলে
এক নদী হয়?
নারীকে শুধাও!
কত ব্যথার পলিস্তরে
উর্বর হয় উপত্যকা
অফুরান ফসলের তরে?
নারীকে শুধাও
পর্বতের উৎসগুহায়
কত আঁধার পেরোতে হয়
আলো গান শোনার আগে
কত নুড়ি আঘাত হানে
কত প্রস্তর বাধা অবলীলায়
পেরিয়ে যেতে হয় অববাহিকায়
জল হয়ে জাগার আগে!
নারীকে শুধাও
বনস্পতি বীজে
লেখা থাকে যে তরঙ্গ ব্যথা
তার থেকে ফুটে ওঠে
ফুল-ফল কথা
কত অনুরাগে...নারীকে শুধাও,
নারীই জানে।

No comments:

Post a Comment